Parambrata-Priya | পরম-পিয়ার ঘরে আসছে নতুন সদস্য! ভ্যালেন্টাইন্স ডে’র পরের দিনই সুখবর সেলেব জুটি!

Saturday, February 15 2025, 8:49 am
highlightKey Highlights

ভ্যালেন্টাইন্স ডে’র পরের দিনই সুখবর দিলেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী।


 ভ্যালেন্টাইন্স ডে’র পরের দিনই সুখবর দিলেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। ১৫ ফেব্রুয়ারি সকালে ইনস্টাগ্রামে সেলেব জুটি তাদের পোষ্যদের ছবি পোস্ট করে এই সুখবর জানান সকলকে। জানা গিয়েছে, পরম পিয়ার কোলে জুন মাসেই আসতে পারে একরত্তি। হিসাব মতো পিয়া এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা। ইনস্টাগ্রামে পিয়া লেখেন, 'ভ্যালেন্টাইন্স ডে’র উদযাপন খানিক দেরিতেই করছি। আমরা যে কারণে ব্যস্ত ছিলাম, ১) নিজেদের নিয়ে ২) আমাদের পোষ্য নীনাকে নিয়ে, ৩) গত বছর এসেছে বাঘা (বিড়াল), ৪) ভাবী সন্তানের অপেক্ষায়।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File