দেশ

Parag Jain | ভারতীয় গুপ্তচর সংস্থা R&AW -এর প্রধান হচ্ছেন পরাগ জৈন, কে তিনি?

Parag Jain | ভারতীয় গুপ্তচর সংস্থা R&AW -এর প্রধান হচ্ছেন পরাগ জৈন, কে তিনি?
Key Highlights

১৯৮৯-র ব্যাচের আইপিএস অফিসার পরাগ জৈন ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ বা R&AW -এর প্রধান হচ্ছেন।

ভারতের R&AW এর পরবর্তী চিফ কে হবেন তা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এতদিন অবধি ভারতীয় গুপ্তচর সংস্থার প্রধান ছিলেন রবি সিং।শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি নতুন 'র' চিফের নাম ঘোষণা করলেন। ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ বা R&AW এর প্রধান হচ্ছেন সিনিয়র আইপিএস অফিসার পরাগ জৈন। পয়লা জুলাই থেকে 'র' এর দায়িত্ব সামলাবেন। পরাগ জৈন ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডার ছিলেন। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল এবং অপারেশন বালাকোট, অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।