Fake Medicine | পরীক্ষায় ফেল করলো প্যারাসিটামল-প্যান্টোপ্রাজ়ল-কাফ সিরাপ! নকল ওষুধ খাচ্ছেন আপনি?

Wednesday, December 24 2025, 8:08 am
highlightKey Highlights

প্যারাসিটামল, প্যান্টোপ্রাজ়ল, একাধিক কাফ সিরাপ, মাল্টি ভিটামিন সহ একাধিক ওষুধকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির নীচে বলেই উল্লেখ করেছে।


মাসিক গুণমান রিভিউ পরীক্ষাতে ফেল করেছে প্যারাসিটামল, প্যান্টোপ্রাজ়ল, একাধিক কাফ সিরাপ, মাল্টি ভিটামিন সহ একাধিক ওষুধ। সূত্রের খবর, সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি ৬৪টি ওষুধকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির নীচে বলে চিহ্নিত করেছে। স্টেট ড্রাগস টেস্টিং ল্যাবরেটরিগুলি ১৪১টি ওষুধকে গুণমানের নীচে বলে চিহ্নিত করেছে। এই বাতিল ওষুধে মধ্যে রয়েছে জনপ্রিয় ব্রান্ড, প্যান ৪০ অর্থাৎ প্যান্টোপ্রাজ়োল গ্যাস্রো রেসিস্ট্যান্ট ট্যাবলেট এবং টেলমা ৪০ (টেলমিসার্টান ট্যাবলেট)। প্রত্যেকটি ওষুধের মানই স্ট্যান্ডার্ড কোয়ালিটির নীচে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File