Liluah Local Train Fire । হাওড়াগামী লোকাল ট্রেনে আগুন আতঙ্ক! লিলুয়া স্টেশনে প্রাণে বাঁচলো যাত্রীরা

Friday, December 6 2024, 1:40 pm
highlightKey Highlights

শুক্রবার সকালে লোকাল ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়ালো লিলুয়া স্টেশনে।


শুক্রবার সকাল ১১টা নাগাদ লিলুয়া স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে ডাউন ব্যান্ডেল লোকাল ঢুকছিল। হঠাৎ কিছু যাত্রী দেখেন ট্রেনের  ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে।  মুহূর্তে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে আসেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। মিনিট কুড়ির চেষ্টায় ধোঁয়া নিয়ন্ত্রণে আসে। রেল সূত্রে খবর, ট্রেনের ব্রেক কষার সময় ব্রেকের রাবার জড়িয়ে অতিরিক্ত ঘর্ষণের ফলে গরম হয়ে ধোঁয়া বেরিয়েছিল ইঞ্জিন থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File