Madhyamik Exam 2025 | 'অঙ্ক কি কঠিন!' প্রশ্ন দেখেই প্যানিক অ্যাটাক ছাত্রীর, পরীক্ষা দিলেন হাসপাতালে বসে
Sunday, February 16 2025, 3:27 am
Key Highlightsমাধ্যমিকের অঙ্ক প্রশ্ন পেয়ে পরীক্ষার হলেই দফায় দফায় অসুস্থ হয়ে পড়ে ছাত্রী। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালেই পরীক্ষা দিল টালিগঞ্জ গার্লসের ছাত্রী।
বঙ্গে চলছে মাধ্যমিক পরীক্ষা। শনিবার ছিল অঙ্কের পেপার। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই প্রশ্ন দেখেই দফায় দফায় প্যানিক অ্যাটাক শুরু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। পরিস্থিতির গুরুত্ব বুঝে কাউন্সিলারের গাড়িতে দ্রুত তাঁকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বসেই পরীক্ষাটি দেয় ছাত্রীটি। সূত্রের খবর, ওই ছাত্রীর নাম অর্পিতা কর। অর্পিতা টালিগঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী। তার সিট পড়েছিল যাদবপুর বিদ্যাপীঠে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে এলাকার কাউন্সিলারকে ধন্যবাদ জানিয়েছেন ওই ছাত্রীর পরিবার।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- যাদবপুর
- মাধ্যমিক 2025
- মাধ্যমিক
- অসুস্থ
- ছাত্রছাত্রী

