ব্রাজিলে বিমান দুর্ঘটনায় মৃত চতুর্থ ডিভিশনের ক্লাব পালমার চার ফুটবলার এবং ক্লাবের প্রেসিডেন্ট
Monday, January 25 2021, 7:19 am
Key Highlightsফের মর্মান্তিক বিমান দুর্ঘটনা ব্রাজিলে। মারা গেলেন ব্রাজিলের চতুর্থ ডিভিশনের ক্লাব পালমার চার ফুটবলার এবং ক্লাবের প্রেসিডেন্ট। চার বছর পর দুঃসহ ঘটনার স্মৃতি ফিরল ব্রাজিলে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি টুর্নামেন্টের ম্যাচ খেলতে রবিবার ৮০০ কিমি দূরের গোইয়ানিয়াতে রওনা দেওয়ার কথা ছিল পালমার। ছোট একটি বিমানে ক্লাবের প্রেসিডেন্ট লুকাস মেরা এবং পাইলট ওয়াগনার ছাড়াও ছিলেন চার ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গিলের্মে নোয়ে, রানুলে এবং মার্কাস মোলিনারি।
- Related topics -
- খেলাধুলা
- পালমার
- বিমান দুর্ঘটনা
- ফুটবলার
- মৃত্যু

