Palitana । নিষিদ্ধ পশু হত্যা -মাংস বিক্রি ও ভক্ষণ! পালিতানা শহরকে বিশ্বের প্রথম আমিষ-নিষিদ্ধকারী শহর হিসেবে ঘোষণা!
গুজরাটের ভাবনগর জেলার পালিতানা শহরকে বিশ্বের প্রথম আমিষ-নিষিদ্ধকারী শহর হিসেবে ঘোষণা করল গুজরাট সরকার।
গুজরাটের ভাবনগর জেলার পালিতানা শহরকে বিশ্বের প্রথম আমিষ-নিষিদ্ধকারী শহর হিসেবে ঘোষণা করল গুজরাট সরকার। পালিতানায় প্রায় ৮০০ মন্দির রয়েছে। জৈন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ তাই মাংসের জন্য কোনও পশু হত্যা, মাংস বিক্রি করা কিংবা মাংস খাওয়া এই শহরে অপরাধ। এর জন্য শাস্তিও হতে পারে। এর পাশাপাশি, গুজরাটের আরও বেশ কয়েকটি শহরে আমিষ খাবার বিক্রির বিষয়ে একগুচ্ছ নিয়ম জারি করা হয়েছে। রাজকোটে,ভদোদরা, জুনাগড় এবং আহমেদাবাদে জনসমক্ষে আমিষজাতীয় খাবার তৈরি এবং সাজিয় রাখা নিষিদ্ধ করা হয়েছে।