আন্তর্জাতিক

Pakistan Flood | ৪০ বছর পর ভয়াবহ বন্যার কোপে লাহোর, ২৪ ঘন্টায় পাকিস্তানে মৃত ২২!

Pakistan Flood | ৪০ বছর পর ভয়াবহ বন্যার কোপে লাহোর, ২৪ ঘন্টায় পাকিস্তানে মৃত ২২!
Key Highlights

পরিস্থিতি এতটাই খারাপ যে শেষ ২৪ ঘণ্টায় এখানে মৃত্যু হয়েছে ২২ জনের। ভয়াবহ এই বন্যার জন্য ভারতকে দায়ী করছে পাকিস্তানের একাংশ।

প্রবল বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। সিন্ধু ও তার উপনদীগুলি ভরে উঠে  বন্যার কবলে লাহোর সহ পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। গত ২৪ ঘণ্টায় এখানে মৃত্যু হয়েছে ২২ জনের। জলমগ্ন শিখদের পবিত্র তীর্থক্ষেত্র কর্তারপুরও। লাহোরের ডেপুটি কমিশনার জানান, “৩৮ বছর পর এই প্রথম বন্যায় ডুবল লাহোর।" তাঁর দাবি, প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি ভারত অতিরিক্ত জল ছাড়ার জেরে শতদ্রু, ইরাবতী ও চন্দ্রভাগা ভয়াবহ আকার নিয়েছে। পাক মন্ত্রী আহসান ইকবালের অভিযোগ, “ভারত পাকিস্তানের বিরুদ্ধে জল অস্ত্র ব্যবহার করছে। "