ACC President | জয় শাহের ছেড়ে যাওয়া পদে পাকিস্তান? এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান হতে পারেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি

Sunday, September 1 2024, 5:44 pm
highlightKey Highlights

কনিষ্ঠতম আইসিসি চেয়ারম্যান হিসেবে জয় শাহ পদ পাওয়ার পরই এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান হতে পারেন পাকিস্তানের নকভি।


এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান হতে পারেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। বর্তমানে ইতিহাসে কনিষ্ঠতম আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জয় শাহ। ফলে এসিসি প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে তাঁকে। আর তারপরই সুবিধা পেতে পারেন নকভি। পিটিআইয়ের খবর অনুযায়ী, জয় শাহর ছেড়ে যাওয়া পদে বসতে পারেন নকভি। অক্টোবর-নভেম্বরে মিটিংয়ের পরই সেই বিষয়ে চূড়ান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এবছরই নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। তবে ইতিমধ্যেই তাঁর ভূমিকা নিয়ে যথেষ্ট অসন্তোষ পাক ক্রিকেটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File