দেশজম্মুর আকাশে ফের সন্দেহভাজন ড্রোন, সীমান্তে বাড়ছে পাক উপদ্রব!
সম্প্রতি চারদিনে প্রায় সাতটি ড্রোনের হদিশ মিলেছে জম্মুতে। ভারতীয় সেনা সূত্রে খবর, শুক্রবার অর্থাৎ ২রা জুলাই ভোর ৫টা বেজে ২০ মিনিট-এ পাকিস্তানের দিক থেকে ড্রোনটি আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ কর্তারা সতর্ক ছিল এবং জম্মুর আর্নিয়া সেক্টরে এই সন্দেহভাজন ড্রোনটিকে দেখতে পেয়ে গুলি করতে থাকে তারা। মুহূর্তের মধ্যে পাকিস্তানের দিকে ফিরে যায় ড্রোনটি। ইতিমধ্যেই সীমান্ত-সহ জম্মুতে হাই এলার্ট জারি হয়েছে। ভবিষ্যতে নাশকতামূলক বিপদ এড়াতে রাষ্ট্রসংঘে (United Nations) মুখ খুলেছে ভারত সরকার।