PAK-BAN | আরও কাছাকাছি পাক-বাংলাদেশ! চলতি মাসেই ওপার বাংলায় যাবেন পাক বিদেশমন্ত্রী!

Monday, August 4 2025, 12:59 pm
highlightKey Highlights

সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ অগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার যাবেন বাংলাদেশে।


প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর থেকে সেদেশে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে কূটনৈতিক পরিসরে। ভারতের সঙ্গে সম্পর্কে এসেছে চিড়, সেখানে কাছে এসেছে পাকিস্তান! এবার এই আবহে প্রায় তিন দশক পর বাংলাদেশ সফরে যেতে চলেছেন পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ অগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার যাবেন বাংলাদেশে। এই সফর কূটনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File