Pak-Hockey | ভারতে আসতে ভিসা চাইছে পাক-খেলোয়াড়রা, এশিয়া কাপে খেলতে চায় পাকিস্তান
Monday, May 19 2025, 10:14 am

চলতি বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বিহারের রাজগিরে। জানা গিয়েছে, সংঘাত পরিস্থিতির মধ্যেও ভারতে আসতে চায় পাকিস্তান।
চলছে ভারত পাক সংঘর্ষবিরতি। ভারত পাকিস্তানের দুদেশের আভ্যন্তরীন সম্পর্ক তলানিতে থেকেছে। এই পরিস্থিতিতে ভারতে আসতে বদ্ধপরিকর পাক হকি খেলোয়াড়রা। চলতি বছরে ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বিহারের রাজগিরে। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী হয়েছে পাকিস্তান। ইতিমধ্যেই তারা এশিয়ান হকি ফেডারেশনের কাছে ভিসার আর্জি জানিয়েছে। পাক হকি কতৃপক্ষের মতে, আগামী বছরে পুরুষদের হকি বিশ্বকাপের আসরে নামতে হলে এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলাটা গুরুত্বপূর্ণ তাঁদের কাছে।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়া কাপ
- এশিয়ান চ্যাম্পিয়নস
- ভারত
- পাকিস্তান
- অ্যাড হকি ফেডরেশন
- ভারতীয় মহিলা হকি টীম
- হকি
- ভারতীয় হকি টিম
- ভারতীয় হকি দল
- অন্য খেলা