CAPF Recruitment Scam | আধাসেনায় গিজগিজ করছে পাক নাগরিক থেকে বিদেশী ! নতুন দালাল চক্রের হদিশ মিললো ভারতে
Friday, February 7 2025, 3:10 pm
Key Highlightsআধাসেনায় নিয়োগ দুর্নীতি নিয়ে আরও বড় আশঙ্কা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। আশঙ্কা করা হচ্ছে, শুধু পাক নাগরিকরাই নন, বিদেশিরাও এক্ষেত্রে আধাসেনায় চাকরি পেয়েছে।
আধাসেনায় নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়। সিবিআই আশঙ্কা করছে শুধু পাক নাগরিকরাই নন, বিদেশিরাও ভারতীয় আধাসেনায় চাকরি পেয়েছে। নিয়োগ দুর্নীতিতে বড় অঙ্কের টাকা লেনদেন এর অভিযোগে মহেশ চৌধুরী নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার সওয়াল জবাবের সময় ধৃত মহেশের আইনজীবী আদালতে বলেন, ধৃতের বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন। সিবিআই এর দাবি, আধাসেনায় পাক নাগরিকরা লাভবান হয়েছেন। কিন্তু তারা কোন পাক নাগরিকের তথ্য দিতে পারেনি যিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এবং লাভবান হয়েছেন।

