Arshad Nadeem | পিএসবির বিরোধিতা, জ্যাভলিন তারকা আরশাদের কোচকে আজীবন নির্বাসন পাকিস্তান স্পোর্টস বোর্ডের!

Sunday, October 12 2025, 5:22 pm
highlightKey Highlights

আজীবনের জন্য নির্বাসিত হলেন পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের কোচ সলমন ইকবাল।


বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোনওরকমে ফাইনালে উঠে দশম স্থানে শেষ করেছিলেন আরশাদ নাদিম। পাকিস্তান স্পোর্টস বোর্ড জবাব চাইতে পিএসবি’কেই একহাত নিয়েছিলেন জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের কোচ সলমন ইকবাল। স্পোর্টস বোর্ডকে কাঠগড়ায় তুলে সলমন বলেছিলেন, “কাফ মাসলের সমস্যার কারণে অস্ত্রোপচার করতে হয়েছিল আরশাদের। টোকিওর আবহাওয়া বেশ গরম এবং আর্দ্র ছিল। খেলা হয়েছিল হার্ড ট্র্যাকে। যার প্রভাব পড়েছে পারফরম্যান্সে।” এরপরই সলমনকে নিষিদ্ধ করেছে পাক অ্যাথলেটিক্স ফেডারেশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File