খেলাধুলা

Arshad Nadeem | মেলেনি জমি-পুরস্কারমূল্য, সরকারকে সরাসরি দূষলেন অলিম্পিক্সে সোনাজয়ী পাক অ্যাথলিট আরশাদ নাদিম!

Arshad Nadeem | মেলেনি জমি-পুরস্কারমূল্য, সরকারকে সরাসরি দূষলেন অলিম্পিক্সে সোনাজয়ী পাক অ্যাথলিট আরশাদ নাদিম!
Key Highlights

সম্প্রতি আরশাদ নাদিম বলেন, ‘আমাকে যে যে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল, তার মধ্যে জমি দেওয়ার ব্যাপারটা একেবারেই মিথ্যে ছিল।’

২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়াকে পেছনে ফেলে সোনা জেতেন পাক জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিম। তখন তাঁকে আর্থিক পুরস্কারের পাশাপাশি অ্যাকাডেমির জন্য জমি দেওয়ার কথা বলেছিল পাক সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশাদ নাদিম বলেন, ‘আমাকে যে যে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল, তার মধ্যে জমি দেওয়ার ব্যাপারটা একেবারেই মিথ্যে ছিল। আমি আজ পর্যন্ত কোনও জমি পাইনি। তবে আর্থিক পুরস্কার পেয়েছি।’ নাদিম অবশ্য জানিয়েছেন এসব ব্যাপারে না ভেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিচ্ছেন তিনি।