Ayesha Khan | ফ্ল্যাট থেকে উদ্ধার পাক-অভিনেত্রীর পচাগলা দেহ , চাঞ্চল্য ছড়ালো করাচিতে

Saturday, June 21 2025, 4:36 am
Ayesha Khan | ফ্ল্যাট থেকে উদ্ধার পাক-অভিনেত্রীর পচাগলা দেহ , চাঞ্চল্য ছড়ালো করাচিতে
highlightKey Highlights

প্রয়াত ৭৬ বছর বয়সি পাকিস্তানি অভিনেত্রী আয়েশা খান। করাচির একটি ফ্ল্যাটে উদ্ধার হয় তাঁর পচা-গলা দেহ।


মর্মান্তিক মৃত্যু ৭৬ বছর বয়সি পাকিস্তানি অভিনেত্রী আয়েশা খানের। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই অভিনেত্রীর করাচির ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে অভিনেত্রীর পচা গলা দেহ উদ্ধার করেন। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ফ্ল্যাটে একা থাকতেন আয়েশা। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে জিন্নাহ হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পাক পুলিশ। উল্লেখ্য, ‘দেহলিজ়’, ‘সাইবান’ ইত্যাদি সিরিয়াল সহ ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘মুস্কান’, ‘ফাতিমা’র মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File