Asia Cup Hockey | ভারতে দল পাঠাতে নারাজ পাকিস্তান, এশিয়া কাপে ইসলামাবাদের বদলে আমন্ত্রণ পাচ্ছে বাংলাদেশ!
Thursday, August 7 2025, 7:32 am

পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর আবহে ভারত সরকার পাক দলকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিলেও, পাকিস্তান ভারতে দল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে।
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ হকি। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবার আয়োজক দেশ ভারত। যার ফলে এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করবে না পাকিস্তান। এই হকি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং পাকিস্তানের। কিন্তু পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর আবহে ভারত সরকার পাক দলকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিলেও, পাকিস্তান ভারতে দল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে। তবে এশিয়া কাপ হকি খেলা হবে সাত দল নিয়েই। কারণ পাকিস্তানের বদলে টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হচ্ছে বাংলাদেশকে।