আন্তর্জাতিক

Iran-Pak | ইরানের উপর পরমাণু বোমা ছুড়লে ইজরায়েলের ওপর হামলা করবে পাকিস্তান! দাবি রেজাইয়ের!

Iran-Pak | ইরানের উপর পরমাণু বোমা ছুড়লে ইজরায়েলের ওপর হামলা করবে পাকিস্তান! দাবি রেজাইয়ের!
Key Highlights

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য মহসিন রেজাইয়ের দাবি, ইরানের উপর পরমাণু বোমা ছুড়লে পালটা ইজরায়েলের উপর বোমা নিক্ষেপ করবে পাকিস্তান।

ইরান ইজরায়েলের মধ্যে সংঘর্ষের জেরে ক্রমশ উত্তাপ বাড়ছে মধ্যপ্রাচ্যে। কার্যত চিন্তায় গোটা বিশ্ব। এবার ইরান ইজরায়েল যুদ্ধে নাক গোলালো পাকিস্তান। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য মহসিন রেজাইয়ের দাবি, ইরানের উপর পরমাণু বোমা ছুড়লে পালটা ইজরায়েলের উপর বোমা নিক্ষেপ করবে পাকিস্তান। এক সাক্ষাৎকারে রেজাই বলেন, “পাকিস্তান আমাদের আশ্বাস দিয়েছে, ইজরায়েল যদি পারমাণবিক মিসাইল ছোড়ে তাহলে পাকিস্তানও ইজরায়েলের উপর পারমাণবিক হামলা করবে।” তবে পাকিস্তানের তরফে প্রকাশ্যে এমন মন্তব্য করা হয়নি।