Iran-Pak | ভারত বিরোধিতায় ইরানকে 'দলে' টানার চেষ্টা পাকের! উল্টে নিরাশই হতে হলো শাহবাজ-মুনিরকে!
Tuesday, May 27 2025, 4:08 pm

ভারত বিরোধিতায় মুসলমান বিশ্বকে একত্রিত করার অভিসন্ধিতে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা সইদ আলি খামেনেই ও অন্য শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির।
ভারত বিরোধিতায় মুসলমান বিশ্বকে একত্রিত করার অভিসন্ধিতে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা সইদ আলি খামেনেই ও অন্য শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির। কিন্তু তবুও নিরাশই হতে হল শাহবাজকে। পাকিস্তান ওই বৈঠকে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং কাশ্মীর ইস্যুর কথা তুলে ধরলেও প্রকাশ্যে ইরানের সুপ্রিম খামেনেই এই নিয়ে তেমন কিছু বলেনননি। ইসলামাবাদ নয়াদিল্লি সংঘর্ষ নিয়ে ইরান সংযমী মন্তব্যই করেছে। ফলে শাহবাজ মুনিরদের উদ্দেশ্য যে সেভাবে সফল হয়নি তা বলা যায়।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- ইরান
- ভারত
- পাক প্রধানমন্ত্রী
- পাকিস্তান প্রধানমন্ত্রী