Pakistan T20 World Cup | "আমরাও খেলতে যাব না"- টি ২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়তেই হুঙ্কার পাকিস্তানের
Saturday, January 24 2026, 3:27 pm

Key Highlightsপাক বোর্ডের প্রধান মহসিন নকভি জানালেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অন্যায়। সরকার অনুমতি দিলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে।
টি ২০ বিশ্বকাপ থেকে ওপার বাংলাদেশ বাদ পড়তেই হুঙ্কার পাকিস্তানের। এদিন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি জানালেন, “আমরা শুরু থেকেই বলে আসছি বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে। বাংলাদেশকে যেভাবেই হোক বিশ্বকাপে খেলাতে হবে। ওরা বিশ্বকাপের বড় অংশীদার। ওদের সাথে এই অন্যায়টা বরদাস্ত করা হবে না।” এরপরই নকভির হুঙ্কার, “পাকিস্তান সরকার যদি বলে আমরাও খেলতে যাব না। তাহলে আপনারা ২২ নম্বর দল তৈরি রাখুন।” উল্লেখ্য, আইসিসির বোর্ড মিটিংয়ে যখন বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত হল, তখন পাকিস্তানই একমাত্র বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেটার
- আইসিসি
- ক্রিকেট বিশ্বকাপ
- পাকিস্তান
- বাংলাদেশ


