আন্তর্জাতিক

Pak-Train Hijack | পাক-সেনার বালুচিস্তান অভিযান, গুলিতে মৃত ১৬ জঙ্গি, উদ্ধার ১০৪ জন পণবন্দি

Pak-Train Hijack | পাক-সেনার বালুচিস্তান অভিযান, গুলিতে মৃত ১৬ জঙ্গি, উদ্ধার ১০৪ জন পণবন্দি
Key Highlights

বালোচিস্তানে অপহৃত ট্রেনের একশোর বেশি পণবন্দি যাত্রীকে উদ্ধার করল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

গতকাল বালোচিস্তানের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাওয়ার পথে জাফর এক্সপ্রেস অপহরণ করে বিএলএ জঙ্গিরা। ৯টি বগির ওই ট্রেনে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন। বালোচিস্তানে অপহৃত এই এক্সপ্রেস ট্রেনের পণবন্দিদের উদ্ধার করতে রাতভর অভিযান চালায় পাক সেনা। এখনও অবধি ১০৪ জন পণবন্দিকে উদ্ধার করেছে তাঁরা। তার মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন মহিলা এবং ১৫ শিশু রয়েছে। নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াইয়ে বিএলের ১৬ জঙ্গির মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।