আন্তর্জাতিক

POK | পাক অধিকৃত কাশ্মীরে ধুন্ধুমার, সরকারের বিরুদ্ধে বিক্ষোভে পথে নামল হাজার হাজার মানুষ!

POK | পাক অধিকৃত কাশ্মীরে ধুন্ধুমার, সরকারের বিরুদ্ধে বিক্ষোভে পথে নামল হাজার হাজার মানুষ!
Key Highlights

পুরো অঞ্চল জুড়ে ‘শাটার ডাউন ও চাক্কা জ্যাম’ বনধ ডাকা হয়েছে। অনির্দিষ্টকালের এই বনধ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছে অধিকৃত কাশ্মীর। সোমবার পথে নেমে বিক্ষোভ দেখায় আওয়ামি অ্যাকশন কমিটি। মিছিলে হাজার হাজার মানুষ ব্যানার হাতে নিয়ে যোগ দেন। অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর। সরকারি কাজে অবহেলা, দুর্নীতি, ঘুষ মাত্রাছাড়া আকার নিয়েছে। বারবার দাবি জানানো হলেও সরকারের তরফে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এরপরই চটেছে জনগণ। পুরো অঞ্চল জুড়ে ‘শাটার ডাউন ও চাক্কা জ্যাম’ বনধ ডাকা হয়েছে। সোমবার থেকে বন্ধ ইন্টারনেট।