Jammu-Kashmir | কার্গিলের মতোই জম্মু ও কাশ্মীরে বড়সড় হামলা চালাবে পাকিস্তান? জম্মুর নানা প্রান্তে ছড়িয়ে SSG কমান্ডো
Monday, July 29 2024, 3:11 pm
Key Highlightsসদ্য কার্গিল বিজয় দিবস পালন করেছে ভারত। তারই মধ্যে শোনা যাচ্ছে কার্গিলের মতোই জম্মু ও কাশ্মীরে বড় কোনও পরিকল্পনা করছে পাকিস্তান।
সদ্য কার্গিল বিজয় দিবস পালন করেছে ভারত। তারই মধ্যে শোনা যাচ্ছে কার্গিলের মতোই জম্মু ও কাশ্মীরে বড় কোনও পরিকল্পনা করছে পাকিস্তান। জানা যাচ্ছে, পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের অন্তত ৬০০ কমান্ডো উপত্যকার কূপওয়াড়া-সহ একাধিক জায়গায় আত্মগোপন করে রয়েছে। এরা উপত্যকায় বড়সড় জঙ্গি হামলা চালাবে এমন আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, অন্তত ৪০ থেকে ৫০ জন পাক জঙ্গি জম্মুর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। দফায় দফায় সেনা বাহিনীর উপর হামলা চালাচ্ছে তারা।
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- জঙ্গি হামলা
- জম্মু-কাশ্মীর
- কাশ্মীর

