India Pakistan | ভারতের ভয়ে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সাজাচ্ছে পাকিস্তান, মদত চিনের! বলছে মার্কিন রিপোর্ট

ভারত পাকিস্তান সংঘর্ষবিরতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবির মাঝেই চাঞ্চল্যকর দাবি করলো আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। চলতি বছরের মার্কিনি রিপোর্টে জানানো হয়েছে, ‘চিনকে প্রধান প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করে ভারত। অন্যদিকে নয়াদিল্লির কাছে পাকিস্তান কেবলমাত্র নিরাপত্তাজনিত সমস্যা। সাম্প্রতিককালে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ হলেও তাদের যুযুধান প্রতিপক্ষ হিসাবে ধরছে না নয়াদিল্লি।’
ভারত পাকিস্তান সংঘর্ষবিরতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবির মাঝেই চাঞ্চল্যকর দাবি করলো আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। চলতি বছরের মার্কিনি রিপোর্টে জানানো হয়েছে, ‘চিনকে প্রধান প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করে ভারত। অন্যদিকে নয়াদিল্লির কাছে পাকিস্তান কেবলমাত্র নিরাপত্তাজনিত সমস্যা। সাম্প্রতিককালে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ হলেও তাদের যুযুধান প্রতিপক্ষ হিসাবে ধরছে না নয়াদিল্লি।’ রিপোর্টে আরো বলা হয়েছে আগামী দিনে প্রতিরক্ষা ক্ষেত্রে ‘মেড ইন ইন্ডিয়া’তে জোর দেবে ভারত। বাইরে থেকে অস্ত্র আমদানি ইতিমধ্যেই অনেকটা কমিয়েছে ভারত। দেশের মাটিতে অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সেনাকে আরও আধুনিক করে তোলার চেষ্টা করছেন মোদী। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অটুট রাখবে নয়াদিল্লি। রিপোর্টে আরো বলা হয়েছে, ভারতকে বিপজ্জনক মনে করে পাকিস্তান। তাই ক্রমাগত ভারতবিরোধী সংঘর্ষ জিইয়ে রাখছে পাকিস্তান। পারমাণবিক অস্ত্রভাণ্ডারও ঢেলে সাজাচ্ছে তাঁরা। এক্ষেত্রে চীনের সাহায্য পাচ্ছে তাঁরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন গোয়েন্দা সংস্থা
- চিন
- পাকিস্তান
- ভারত
- ট্রাম্প
- donald trump
- চীন
- ভারত-চীন সংঘাত
- পাক সরকার
- আমেরিকা