PAK High Commission Chief | ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ পাকিস্তানের হাইকমিশনের আধিকারিককে! উঠলো গুপ্তচরবৃত্তির অভিযোগ!
Wednesday, May 14 2025, 6:52 am
Key Highlightsবিদেশ মন্ত্রক জানিয়েছে, পাক হাই কমিশনের ওই কর্তা এ দেশের মাটিতে থেকে এমন কিছু কাজ করছিলেন যা তাঁর যে সরকারি ট্যাগ রয়েছে তার সঙ্গে সঙ্গে খাপ খায় না।
২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হলো পাকিস্তানের হাইকমিশনের আধিকারিককে। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে নিজের ‘দায়িত্ব কাজের’ বাইরে গিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাক হাই কমিশনের ওই কর্তা এ দেশের মাটিতে থেকে এমন কিছু কাজ করছিলেন যা তাঁর যে সরকারি ট্যাগ রয়েছে তার সঙ্গে সঙ্গে খাপ খায় না। এর ফলে পাকিস্তানের হাইকমিশনারের আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলার পাশাপাশি, দিল্লির পাক শীর্ষ কূটনীতিককে তলব করে এই সিদ্ধান্ত সংক্রান্ত যাবতীয় নির্দেশিকাও দেওয়া হয়েছে।

