আন্তর্জাতিক

PIA | ঋণের দায়ে জর্জরিত পাকিস্তান! জাতীয় বিমান সংস্থা PIA বিক্রি করার সিদ্ধান্ত শেহবাজের সরকারের

PIA | ঋণের দায়ে জর্জরিত পাকিস্তান! জাতীয় বিমান সংস্থা PIA বিক্রি করার সিদ্ধান্ত শেহবাজের সরকারের
Key Highlights

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তথা PIAকে বিক্রি করে দিতে চলেছে শেহবাজ শরিফের সরকার।

অর্থসংকটে  কবলিত পাকিস্তান। এই আবহে খবর, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তথা PIAকে  বিক্রি করে দিতে চলেছে শেহবাজ শরিফের সরকার। PIA পাকিস্তানের পুরোপুরি সরকার পোষিত জাতীয় বিমান সংস্থা। কিন্তু এই এয়ারলাইন্সের ঘাড়ে বিপুল ঋণের বোঝা রয়েছে। এছাড়া গত দুই দশকে ৩.৬ বিলিয়ন ডলারের বেশি লোকসান হয়েছে PIA র। তাই বেসরকারিকরণের সিদ্ধান্ত। সূত্রের খবর, PIAর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। জানা গিয়েছে, কাতার বা আবু ধাবিই ঋণগ্রস্ত এয়ারলাইন্স কিনতে চলেছে।