India-Pakistan | সাফল্য মাত্র ০.০১%! ভারতের বিরুদ্ধে হ্যাকিং হামলাতেও সাফল্য পেলো না পাকিস্তান!
Wednesday, May 14 2025, 4:51 pm

ভারতীয় সেনার অধীনে থাকা একাধিক সংস্থার ওয়েবসাইটে হামলা করেছিল পাক হ্যাকার বাহিনী। কিন্তু তাতেও সেভাবে কোনও সাফল্য মেলেনি পাক হ্যাকারের।
'খাজনার থেকে বাজনা বেশি' পাকিস্তানের অবস্থাটা অনেকটা এরকমই। তারা দাবি করেছিল ভারতের বহু সাইট হ্যাক করে ডিজিটালি ভারতকে বিপদে ফেলেছে পাকিস্তান। এটা ঠিক যে, ভারতীয় সেনার অধীনে থাকা একাধিক সংস্থার ওয়েবসাইটে হামলা করেছিল পাক হ্যাকার বাহিনী। কিন্তু তাতেও সেভাবে কোনও সাফল্য মেলেনি পাক হ্যাকারের। কারণ শতাংশের হিসেবে সাফল্যের হার ০.০১%। মহারাষ্ট্রের সাইবার সেলের অতিরিক্ত ডিজি যশস্বী যাদব জানিয়েছেন, অধিকাংশ সাইবার হানা রুখে দেওয়া গিয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- সাইবার ক্রাইম
- সাইবার হানা
- হ্যাক
- হ্যাকিং
- হ্যাকার