Bangladesh | বাংলাদেশ সফরে আসছেন পাক বিদেশমন্ত্রী এবং পাক বিদেশ সচিব, আগামী মাসে ঢাকায় হবে বৈঠক
Friday, March 21 2025, 3:51 am

পাঁচদিনের ব্যবধান পাকিস্তানের বিদেশ সচিব এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী আসতে চলেছেন বাংলাদেশ।
বাংলাদেশের এক প্রথম সারির সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছেন পাক বিদেশমন্ত্রী এবং বিদেশ সচিব। আগামী ১৭ই এপ্রিল ঢাকায় পাকিস্তানের আমলা বালুচেরের সাথে বৈঠক করবেন বাংলাদেশ বিদেশসচিব মহম্মদ জসিমউদ্দিন। তার ৫ দিনের মাথায় অর্থাৎ আগামী ২২শে এপ্রিল পাক বিদেশমন্ত্রী ইশাক দার সঙ্গে ঢাকায় বৈঠক করবেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, আকাশপথে যোগাযোগ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।