Pahakgam Attack | পহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গিদের ‘স্বাধীনতা সংগ্রামী’ আখ্যা পাক উপ প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রীর!

হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের ‘স্বাধীনতা সংগ্রামী’ আখ্যা দিল পাক উপ প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার!
পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে নিন্দা করছে গোটা বিশ্ব। এমনকি দু’দিন আগে এই ঘটনার নিন্দা করেছিল খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এবার সেই হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের ‘স্বাধীনতা সংগ্রামী’ আখ্যা দিল পাক উপ প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার! বৃহস্পতিবার রাতে একটি সাংবাদিক বৈঠকে ইশাক বলেন, “পহেলগাঁও জেলায় যারা হামলা চালিয়েছিল হতে পারে তাঁরা স্বাধীনতা সংগ্রামী।” এই হামলার দায় অস্বীকার করে ইশাকের ভারতকে হুঁশিয়ারি, “যদি পাকিস্তানের উপর হামলা করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার যোগ্য জবাব দেওয়া হবে।”