Cyber Attack | ভারতীয় প্রতিরক্ষা ওয়েবসাইটে সাইবার অ্যাটাক পাকিস্তানের! চুরি ১০ GBরও বেশি তথ্য!

Monday, May 5 2025, 1:57 pm
highlightKey Highlights

ফের সাইবার হানা পাকিস্তানের! ইতিমধ্যে হাই অ্যালার্টে জারি করেছে সাইবার নিরাপত্তা সংস্থাগুলি।


ফের সাইবার হানা পাকিস্তানের! ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ‘পাকিস্তান সাইবার ফোর্স’ নামে একটি হ্যান্ডল থেকে ‘মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস’ এবং ‘মনোহর পারিকর ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস’ এর ওয়েবসাইট থেকে ১,৬০০ ব্যবহারকারীর ১০ জিবিরও বেশি তথ্য চুরি করা হয়েছে। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত AVNLর অফিসিয়াল ওয়েবসাইট বিকৃত করা হয়েছে! ইতিমধ্যে হাই অ্যালার্টে জারি করেছে সাইবার নিরাপত্তা সংস্থাগুলি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File