Nassem Shah | পাক ক্রিকেটার নাসিম শাহের বাড়িতে এলোপাথাড়ি গুলি, কাঠগড়ায় পাক দুষ্কৃতীরাই!

নাসিমের বাড়িতে হামলার পর কথা উঠছে, নিজের দেশেই নিরাপদ নন পাকিস্তান ক্রিকেটাররা।
নিজের দেশেই নিরাপদ নন পাক ক্রিকেটাররা। পাকিস্তানের তারকা ক্রিকেটারের বাড়ি লক্ষ্য করে চললো গুলি। সূত্রের খবর, ১০ নভেম্বর সোমবার রাতে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে নাসিমের বাড়িতে ঢুকে পড়ে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। তাঁর বাড়ির মূল ফটক ও জানালা লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মূল ফটক সহ একটি গাড়িও। সূত্রের খবর, অজ্ঞাত বন্দুকধারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। উল্লেখ্য, এই মুহূর্তে রাওয়ালপিণ্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে নাসিম।
- Related topics -
- খেলাধুলা
- পাকিস্তান
- ক্রিকেটার
- ক্রিকেট
- দুষ্কৃতী হামলা
- গুলি বর্ষণ
