Harris Rauf | এশিয়া কাপে বিতর্কিত সেলিব্রেশন, হ্যারিস রউফকে বিপুল জরিমানা ICC-র

Friday, September 26 2025, 2:37 pm
Harris Rauf | এশিয়া কাপে বিতর্কিত সেলিব্রেশন, হ্যারিস রউফকে বিপুল জরিমানা ICC-র
highlightKey Highlights

বিতর্কিত সেলিব্রেশনের জন্য ICC-র কাছে কড়া শাস্তির মুখে পাকিস্তানের বোলার হ্যারিস রউফ।


সুপার ফোরে ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করে একে ৪৭ ভঙ্গিতে সেলিব্রেশন করেছিলেন পাক ক্রিকেটার ওপেনার সাহিবজাদা ফারহান। ম্যাচ চলাকালীন পাক বলের হ্যারিস রউফ হাতের ছয় আঙুল দেখিয়ে ইশারা করেন, উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়ছে যুদ্ধবিমান। এরপরই BCCI, ICCর কাছে অভিযোগ দায়ের করেছিল। এবার দুই ক্রিকেটারকে শাস্তি দিলো ICC। রিপোর্টে প্রকাশ, ICC হ্যারিস রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করতে পারে। ওপেনার সাহিবজাদা ফারহানকে ওয়ার্নিং দিয়েছে ICC।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File