Jammu Attack | জম্মুতে মিসাইল হামলা পাক-সেনার, ৮ পাক-মিসাইল ধরাশয়ী করলো ভারতের এস-৪০০ সিস্টেম!

বুধবারের পর বৃহস্পতিবারও দেশের একাধিক এলাকা লক্ষ্য করে মিসাইল ছুড়ল পাক সেনা। ‘শত্রু’ পাকিস্তানের আটটি মিসাইল আটকে দিয়েছে ভারতের এস-৪০০ সিস্টেম।
বুধের পর বৃহস্পতিবারও জম্মু কাশ্মীরে মিসাইল হামলা করলো পাকিস্তান আর্মি। বুধবার রাতে সীমান্তবর্তী শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, সহ ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার জম্মু বিমানবন্দর, সামবা, আর এস পুরা, আরনিয়া সহ একাধিক এলাকা লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন ছুড়েছে পাকিস্তান। সেগুলিকে নিষ্ক্রিয় করেছে ভারতের এস ৪০০ সিস্টেম বা সুদর্শন চক্র। জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে দুটি পাক ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। ব্ল্যাকআউটে ছেয়েছে গোটা জম্মু।