India-Pakistan | ভারতের হামলায় গুঁড়িয়ে গিয়েছে পাক বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটি! প্রকাশ্যে উপগ্রহচিত্র!

Wednesday, May 28 2025, 7:11 am
India-Pakistan | ভারতের হামলায় গুঁড়িয়ে গিয়েছে পাক বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটি! প্রকাশ্যে উপগ্রহচিত্র!
highlightKey Highlights

ভারতের হামলায় গুঁড়িয়ে গিয়েছে পাক বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটিও! সম্প্রতি এমনই তথ্য উঠে এলো কয়েকটি উপগ্রহচিত্র থেকে।


ভারতের হামলায় গুঁড়িয়ে গিয়েছে পাক বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটিও! সম্প্রতি এমনই তথ্য উঠে এলো কয়েকটি উপগ্রহচিত্র থেকে। মাক্সার টেকনোলজি নামে এক সংস্থা প্রকাশ করেছে এই উপগ্রহচিত্রগুলি। সেই ছবি পর্যালোচনা করে ড্যামিয়েন সাইমন নামে এক জিও ইন্টেলিজেন্স গবেষক জানিয়েছেন, যেভাবে বিরাট এলাকাজুড়ে গর্ত তৈরি হয়েছে তাতে অনুমান করা হচ্ছে যে ওই অংশে ভূগর্ভস্থ পরিকাঠামো ছিল। সম্ভবত সেখানেই ছিল পাক বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটি। সেখান থেকেই বায়ুসেনা ঘাঁটির কমান্ড এবং ড্রোন ব্যবহারের মতো বিষয়গুলি পরিচালিত হত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File