দেশ

Pakistani Spy | DRDO-র গেস্ট হাউসে চলছিল পাক নজরদারি! গুপ্তচর সন্দেহে গ্রেফতার ম্যানেজার

Pakistani Spy | DRDO-র গেস্ট হাউসে চলছিল পাক নজরদারি! গুপ্তচর সন্দেহে গ্রেফতার ম্যানেজার
Key Highlights

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর (DRDO) গেস্ট হাউসের এক ম্যানেজার।

এবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ম্যানেজারডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এর আওতার মধ্যেই মিললো পাক গুপ্তচরের খোঁজ। রাজস্থান পুলিশের সিআইডির আইজি বিষ্ণুকান্ত জানিয়েছেন, রাজস্থানের জয়সলমীরের চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জের গেস্ট হাউসের ম্যানেজার মহেন্দ্র প্রসাদকে (৩২) গ্রেফতার করেছে সিআইডি। অভিযোগ, ধৃত মহেন্দ্র ওই রেঞ্জে মিসাইল ও অন্য অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা নিরীক্ষার সময়ে DRDOর বিজ্ঞানী ও সেনাবাহিনীর কর্তাদের গতিবিধি এবং কার্যকলাপ নজরে রাখতো। তারপর তা জানিয়ে দিতো পাকিস্তানী গোয়েন্দাদের।