Akash Teer System | পাক ড্রোনেদের 'ত্রাস' ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ‘আকাশতীর’, কীভাবে কাজ করে এটি?

Friday, May 16 2025, 4:32 pm
highlightKey Highlights

দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘আকাশতীর’ সিস্টেমের সবথেকে বড়ো ক্ষমতা হলো আবহাওয়া, ভৌগোলিক বৈশিষ্ট্য ও ব়্যাডার সিগন্যাল একত্র করে বিশ্লেষণ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় এই ডিফেন্স সিস্টেম।


অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছে পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি। ৭ মে বুধবার ভারতের সীমান্তবর্তী ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছিল পাক সেনা। সেই আঘাত রুখে দিয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘আকাশতীর’ সিস্টেম। এটি C4ISR কাঠামোর অংশ। এই সিস্টেমের সবথেকে বড়ো ক্ষমতা হলো আবহাওয়া, ভৌগোলিক বৈশিষ্ট্য ও ব়্যাডার সিগন্যাল একত্র করে বিশ্লেষণ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় এই ডিফেন্স সিস্টেম। স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ পরিচালনা করে একসঙ্গে শত্রু বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম আকাশতীর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File