Pakistan violates ceasefire | নিয়ন্ত্রণরেখায় গুলি বর্ষণ পাক-সেনার, পাল্টা ভারতের, কুলগামে আটক ২ জঙ্গি

Saturday, April 26 2025, 5:09 am
Pakistan violates ceasefire | নিয়ন্ত্রণরেখায় গুলি বর্ষণ পাক-সেনার, পাল্টা ভারতের, কুলগামে আটক ২ জঙ্গি
highlightKey Highlights

শিমলা চুক্তি বাতিল ঘোষণার পর থেকেই সীমান্তরেখায় সীমাহীন ঔদ্ধত্য দেখাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও বিনা প্ররোচনায় গুলি চালাল পাক সেনা।


পহেলগাঁও হামলার পর বারবার সীমান্ত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। শিমলা চুক্তি বাতিলের পর সীমান্তরেখায় দুর্দমনীয় হয়ে উঠেছে পাক সেনা। গত দুদিন ধরে নিয়ন্ত্রণরেখায় গুলি বর্ষণ করেছেন পাকিস্তান। সীমান্তের ওপার থেকে ছোড়া হয়েছে মর্টার, শেল। তার মোক্ষম জবাব দিয়েছেন ভারতও। গোটা অনন্তনাগ জুড়ে জম্মু কাশ্মীরের পুলিশ, প্যারামিলিটারি ফোর্স, ভারতীয় সেনা একযোগে শুরু করেছে জঙ্গি দমন অভিযান। সূত্রের খবর, কুলগামের কুইমোহ এলাকা থেকে ২ জন জঙ্গিদের মদতদাতাকে গ্রেফতার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File