Pakistan violates ceasefire | নিয়ন্ত্রণরেখায় গুলি বর্ষণ পাক-সেনার, পাল্টা ভারতের, কুলগামে আটক ২ জঙ্গি
Saturday, April 26 2025, 5:09 am

শিমলা চুক্তি বাতিল ঘোষণার পর থেকেই সীমান্তরেখায় সীমাহীন ঔদ্ধত্য দেখাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও বিনা প্ররোচনায় গুলি চালাল পাক সেনা।
পহেলগাঁও হামলার পর বারবার সীমান্ত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। শিমলা চুক্তি বাতিলের পর সীমান্তরেখায় দুর্দমনীয় হয়ে উঠেছে পাক সেনা। গত দুদিন ধরে নিয়ন্ত্রণরেখায় গুলি বর্ষণ করেছেন পাকিস্তান। সীমান্তের ওপার থেকে ছোড়া হয়েছে মর্টার, শেল। তার মোক্ষম জবাব দিয়েছেন ভারতও। গোটা অনন্তনাগ জুড়ে জম্মু কাশ্মীরের পুলিশ, প্যারামিলিটারি ফোর্স, ভারতীয় সেনা একযোগে শুরু করেছে জঙ্গি দমন অভিযান। সূত্রের খবর, কুলগামের কুইমোহ এলাকা থেকে ২ জন জঙ্গিদের মদতদাতাকে গ্রেফতার করেছে পুলিশ।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাক-সেনা
- পাক জঙ্গি
- পাকিস্তান
- পাক সরকার
- পাক প্রধানমন্ত্রী
- পাকিস্তান প্রধানমন্ত্রী
- জঙ্গি
- জঙ্গি হামলা
- পহেলগাঁও জঙ্গি হামলা
- জঙ্গিগোষ্ঠী
- জম্মু-কাশ্মীর
- কাশ্মীর পুলিশ
- কাশ্মীর