Pahalgam Attack | ১৫ এপ্রিল থেকে রেইকি, পহেলগাঁও ছাড়াও জঙ্গিদের র‍্যাডারে ছিল আরও ৩ জায়গা!

Friday, May 2 2025, 8:10 am
highlightKey Highlights

হামলার আগে ১৫ এপ্রিল পহেলগাঁওয়ে পৌঁছে গিয়েছিল হামলাকারীরা জঙ্গিরা। বৈসরন উপত্যকা সহ কমপক্ষে চারটি স্থানে রেইকি করেছিল তারা।


পহেলগাঁও ছাড়াও হামলার জন্য আরও স্থান ছিল জঙ্গিদের র‍্যাডারে! এক জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পহেলগাঁও হামলার তদন্তের সঙ্গে সম্পর্কিত ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হামলার আগে ১৫ এপ্রিল পহেলগাঁওয়ে পৌঁছে গিয়েছিল হামলাকারীরা জঙ্গিরা। বৈসরন উপত্যকা সহ কমপক্ষে চারটি স্থানে রেইকি করেছিল তারা। তাদের অন্য তিনটি সম্ভাব্য টার্গট পয়েন্ট ছিল আরু উপত্যকা, স্থানীয় বিনোদন পার্ক এবং বেতাব উপত্যকা। শেষে এই অঞ্চলগুলিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সন্ত্রাসীরা সেখানে হামলা চালানোর সিদ্ধন্ত ত্যাগ করে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File