Siliguri Border | পহেলগাঁও হামলার জের, ‘চিকেন নেক’-এ ‘হাই অ্যালার্ট’ জারি প্রতিরক্ষা মন্ত্রকের!

কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে দেশজুড়ে বাড়তি সতর্কতা। শিলিগুড়ি সংলগ্ন এলাকার বায়ুসেনা ও সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রক।
কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলার পর নড়েচড়ে বসেছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। ভারতের প্রত্যেকটি সীমান্ত অঞ্চলে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’। শিলিগুড়ির ‘চিকেন নেক’এও জোরকদমে চলছে নজরদারি। আলিপুরদুয়ারের হাসিমারা ও শিলিগুড়ি বাগডোগরায় মহড়া শুরু করেছে বায়ুসেনা ও সেনাবাহিনী। ‘রাফালে’ যুদ্ধবিমান প্রস্তুত রাখছে হাসিমারা বায়ুসেনা ঘাঁটি। উল্লেখ্য, শিলিগুড়ির এই ‘চিকেন নেক’ এর চারপাশে রয়েছে চিন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। এই অঞ্চল বরাবরই পাক জঙ্গিদের সফট টার্গেট লিস্টে থাকে।