Lebanon Pagera Blast | লেবাননজুড়ে পেজার বিস্ফোরণে কমপক্ষে আটজনের মৃত্যু, আহত কমপক্ষে ২,৭৫০ জন

Tuesday, September 17 2024, 5:33 pm
Lebanon Pagera Blast | লেবাননজুড়ে পেজার বিস্ফোরণে কমপক্ষে আটজনের মৃত্যু, আহত  কমপক্ষে ২,৭৫০ জন
highlightKey Highlights

লেবাননজুড়ে পেজার বিস্ফোরণে কমপক্ষে আটজনের মৃত্যু, আহত হয়েছেন কমপক্ষে ২,৭৫০ জন।


লেবাননজুড়ে পেজার বিস্ফোরণে কমপক্ষে আটজনের মৃত্যু, আহত হয়েছেন কমপক্ষে ২,৭৫০ জন। সূত্রের খবর, হিজবুল জঙ্গি সংগঠন এবং সরকারি আধিকারিকদের দাবি, একাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। মারা গিয়েছে এক কিশোরীও। আহত হয়েছেন ইরানের রাষ্ট্রদূত। প্রায় একই সময় লেবাননের বিভিন্ন প্রান্ত এবং সিরিয়ার বিভিন্ন অংশে পেজার বিস্ফোরণ হয়। মোবাইল ফোনের বিকল্প যোগাযোগ মাধ্যম হিসেবে যে পেজার ব্যবহার করা হয়, তা সাধারণত হাতে বা পকেটে থাকে। আর তাতেই বিস্ফোরণ ঘটেছে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File