অন্যান্য

Saalumarada Thimmakka | ১১৪ বছরে প্রয়াত ‘বৃক্ষমাতা’ পদ্মশ্রী শালুমারাদা থিম্মাক্কা, শোকস্তব্ধ কর্ণাটক

Saalumarada Thimmakka | ১১৪ বছরে প্রয়াত ‘বৃক্ষমাতা’ পদ্মশ্রী শালুমারাদা থিম্মাক্কা, শোকস্তব্ধ কর্ণাটক
Key Highlights

শুক্রবার ১১৪ বছর বয়সে কর্নাটকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় শালুমারাদার।

১১৪ বছর বয়সে প্রয়াত পরিবেশ কর্মী পদ্মশ্রী শালুমারাদা থিম্মাক্কা। গতকাল কর্নাটকের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ‘বৃক্ষমাতা’র। ব্যক্তিগত জীবনে নিঃসন্তান থিম্মাক্কা মানসিক কষ্ট এবং সামাজিক চাপ ভুলতে পরিবেশরক্ষায় মন দিয়েছিলেন। কর্নাটকের হুলিকল এবং হুদুর জেলার সাড়ে চার কিলোমিটার রাস্তা জুড়ে ৩৮৫টি বটগাছের চারা পুঁতেছেন থিমাক্কা ও তার স্বামী। প্রতিদিন ৪ কিলোমিটার দূর থেকে জল বয়ে এনে গাছের পরিচর্যা করতেন তাঁরা। পরিবেশের প্রতি অবদানের জন্যে ১৬ মার্চ ২০১৯এ তাঁকে পদ্মশ্রী পুরস্কার দেয় ভারত সরকার।