Pritish Nandy । না ফেরার দেশে পাড়ি দিলেন 'পদ্মশ্রী' সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দী
লেখক, সাংবাদিক, সঞ্চালক ও চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দী প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।
প্রয়াত হলেন 'পদ্মশ্রী' খ্যাত লেখক, সাংবাদিক, সঞ্চালক ও চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দী। মৃত্যুর সময় বয়স হয়েছিলো ৭৩ বছর। ১৯৭৭ সালে মাত্র ২৬ বছর বয়সে পদ্মশ্রী সন্মান পেয়েছিলেন তিনি। নব্বইয়ের দশকে দূরদর্শনে জনপ্রিয় 'দ্য প্রীতিশ নন্দী শো'ও সঞ্চালনা করেছিলেন তিনি। সুর, কাঁটে, ঝংকার বিটস, চামেলি, হাজারো খাওয়াইশে এয়সি, প্যায়র কে সাইড এফেক্টসের মতো ছবি প্রযোজনা করেছেন প্রীতিশ। তাঁর মৃত্যুতে নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন তাঁর বন্ধু অভিনেতা অনুপম খের সহ অন্যান্যরা।