দেশ

Ratan Thiam | প্রয়াত হলেন পদ্মশ্রী নাট্যকার মনিপুরের সাংস্কৃতিক আইকন 'রতন থিয়াম'

Ratan Thiam | প্রয়াত হলেন পদ্মশ্রী নাট্যকার মনিপুরের সাংস্কৃতিক আইকন 'রতন থিয়াম'
Key Highlights

প্রয়াত রতন থিয়াম। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সহ গোটা মণিপুর ।

নাট্যজগতে শোকের ছায়া। ৭৭ বছর বয়সে প্রয়াত হলেন মণিপুরের পদ্মশ্রী প্রাপক এবং সংগীত নাটক একাডেমী পুরস্কার প্রাপ্ত নাট্যকার 'রতন থিয়াম'। বুধবার, ২৩শে জুলাই রাত ১:৩০ মিনিট নাগাদ মারা যান তিনি। দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্নাতক এই নাট্য ব্যক্তিত্ব ১৯৮৭ সালে সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার এবং ১৯৮৯ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। তিনি ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং সঙ্গীতজ্ঞও। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সহ গোটা মণিপুর ।