Bula Chowdhury | পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি! জানলার গ্রিল ভেঙে চম্পট দিলো চোর
Saturday, January 3 2026, 4:50 pm

Key Highlightsগোটা ঘর তছনছ হয়ে ছিল। তবে কী চুরি হয়েছে, তা এখনও জানাননি বুলা।
২০২৫ সালের ১৫ অগস্ট হিন্দমোটরের দেবাইপুকুরে পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। চারমাস কাটতে না কাটতেই ফের সেই বাড়িতে চুরির ঘটনা ঘটলো। সূত্রের খবর, শনিবার তিনি ভাইয়ের বাড়িতে একটি পুজোয় অংশ নেওয়ার জন্য হুগলিতে গিয়েছিলেন। পাশেই তাঁর বাড়িতে যান তিনি। তখনই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। তাঁর দাবি, এ বার তাঁর আলমারি ভাঙা ছিল। জিনিসপত্র উলোটপালট হয়ে পড়েছিল। বাড়ির সামনের ঘরের জানালার গ্রিল ভেঙে পড়েছিল। ইতিমধ্যেই তিনি অভিযোগ জানিয়েছেন উত্তরপাড়া থানায়।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- হুগলি
- খেলাধুলা
- সাঁতারু


