Astrophysicist Jayant Narlikar | প্রয়াত পদ্মভূষণ প্রাপ্ত জ্যোতির্পদার্থবিজ্ঞানী জয়ন্ত নারলিকর!
Tuesday, May 20 2025, 8:53 am

মঙ্গলবার ভোরে নিজের বাড়িতে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে অধ্যাপক নারলিকরের। বিজ্ঞানীর প্রয়াণকালে বয়স হয়েছিল ৮৭ বছর।
ভারতের বিজ্ঞান জগতে ইন্দ্রপতন, প্রয়াত বিজ্ঞানী পদ্মভূষণ প্রাপ্ত জয়ন্ত নারলিকর। মঙ্গলবার ভোরে নিজের বাড়িতে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে অধ্যাপক নারলিকরের। বিজ্ঞানীর প্রয়াণকালে বয়স হয়েছিল ৮৭ বছর।নারলিকর স্থিতাবস্থা তত্ত্বের অন্যতম প্রবক্তা। ১৯৮৮ সালে জ্যোতির্পদার্থ বিজ্ঞান চর্চার জন্য ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (IUCAA) গড়ে তোলেন তিনি। ছিলেন IUCAAর প্রতিষ্ঠাতা পরিচালকও। ইংরেজি ও মারাঠি ভাষায় একাধিক বিজ্ঞান বিষয়ক গ্রন্থের রচয়িতাও বিজ্ঞানী জয়ন্ত নারলিকর।