Train Service | ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, ব্যান্ডেল ও হুগলির মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হলো সাতসকালেই
Thursday, February 27 2025, 4:18 am

ওভারহেডের তার ছিঁড়ে সাতসকালে বিপত্তি। ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মাঝে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ।
বৃহস্পতিবার সকালে বান্ডেল স্টেশন হয়ে হাওড়া যাচ্ছিলো (ডাউন) বর্ধমান মেন লোকাল। আচমকাই চলন্ত অবস্থায় ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়, ছিড়ে যায় ওভারহেডের তারও। সেখানেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। সকাল আটটার সময় এই দুর্ঘটনা ঘটে। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এর জেরে হাওড়াগামী বর্ধমান লোকাল, হাওড়াগামী ব্যান্ডেল লোকাল সহ বর্ধমান ও কাটোয়াগামী বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে আছে একাধিক স্টেশনে। বর্তমানে ব্যান্ডেল ও হুগলির মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা।
- Related topics -
- রাজ্য
- হুগলি
- ব্যান্ডেল
- ট্রেন বাতিল
- লোকাল ট্রেন
- ট্রেন দুর্ঘটনা
- পশ্চিমবঙ্গ