পরিষেবা

করোনা সুরক্ষাবিধির কথা মেনে ভোর থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও বেলা বাড়তেই উধাও স্বাস্থ্যবিধি।

করোনা সুরক্ষাবিধির কথা মেনে ভোর থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও বেলা বাড়তেই উধাও স্বাস্থ্যবিধি।
Key Highlights

রাজ্যে লোকাল ট্রেন চালু হল প্রায় ৭ মাস পর। কোভিড পরিস্থিতিতে বন্ধ থাকার পর বুধবার ভোররাত থেকেই হাওড়া, শিয়ালদহ এবং খড়্গপুর ডিভিশনে শুরু হয়েছে রেল পরিষেবা। করোনা সুরক্ষাবিধির কথা মাথায় রেখে ভোর থেকেই সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রত্যেক স্টেশনে। ট্রেনের কামরার ভিতর একটি আসন ছেড়ে বসতে বলা হয়েছে যাত্রীদের। মাস্ক ছাড়া কোনও যাত্রীকেই দেখা যায়নি স্টেশমে বা ট্রেনে। যাত্রীরা স্বাস্থ্যবিধি ও দূরত্ব বিধি মানছেন কি না তার উপর কড়া নজর রাখে রেলপুলিশ কর্মীরা। কিন্তু অফিসটাইমে ভিড় শুরু হতেই ট্রেন ও স্টেশনগুলির ভিতরের ছবিটা একেবারে বদলে যায়। স্টেশন ও ট্রেনের ভিতরে উধাও হয় স্বাস্থ্যবিধি।