আফ্রিকান সোয়াইন ফ্লু'র কোপে মিজোরামে মৃত ১০ হাজার শুয়োর, প্রায় ১১৭ কোটি টাকার লোকসান!

Saturday, July 10 2021, 10:31 am
highlightKey Highlights

মিজোরামের ১১টি জেলায় বেড়ে চলেছে আফ্রিকান সোয়াইন ফ্লু-র দাপট । ২১ মার্চ ২০২১ এ প্রথম এই সংক্রামক রোগের জেরে মৃত্যু ঘটেছিল এক শুয়োরের । তারপরই সংক্রমণ যাতে আর বেশি না ছড়ায় তারজন্য যে সকল সংক্রামিত শুয়োর ছিল তাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর-পূর্বের ১১টি জেলায় ভয়ংকর হয়ে উঠেছে আফ্রিকান সোয়াইন ফ্লু বা ASF। জানা যাচ্ছে মার্চ মাস থেকে এই রোগের জেরে প্রায় ১০,৬২১টি শুয়োরের মৃত্যু হয়েছে। এই অবস্থায় শুয়োর ফার্মে যুক্ত থাকা চাষিদের জন্য তাই আর্থিক সহায়তার চিন্তা করছে রাজ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File