OTC Drugs | এবার মুদি দোকানেও পাওয়া যাবে কাফ সিরাপ, ব্যথা কমানোর ওষুধ! OTC ড্রাগস নিয়ে বড় সিদ্ধান্ত!
Tuesday, May 6 2025, 6:32 am

কাফ সিরাপ থেকে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম বা ব্যথা কমানোর কিছু ওষুধের মতো নন প্রেসক্রিপশন মেডিসিন আরও সহজলভ্য করতে ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজ়ারি বোর্ড এপ্রিলে এই সিদ্ধান্ত নিয়েছে।
এবার মুদি দোকানেও পাওয়া যাবে OTC ওষুধ বা নন প্রেসক্রিপশন মেডিসিন। সূত্রের খবর, কাফ সিরাপ থেকে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম বা ব্যথা কমানোর কিছু ওষুধের মতো নন প্রেসক্রিপশন মেডিসিন আরও সহজলভ্য করতে ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজ়ারি বোর্ড এপ্রিলে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনও এই সংক্রান্ত কোনও অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সূত্রের খবর, ওটিসি ওষুধের তালিকায় কী কী আসবে, তা নিয়ে এখন পর্যালোচনা হচ্ছে। ওটিসি ওষুধের সংজ্ঞা ও শর্তে কোনও বদল আসবে কি না তা নিয়েও কথা হচ্ছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ওষুধ
- ব্যাথার ওষুধ
- স্বাস্থ্য