Arthritis | রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে ফুসফুস, হৃদযন্ত্র, রক্তনালী সহ দৃষ্টিশক্তিতেও

Friday, August 23 2024, 6:34 am
Arthritis | রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে ফুসফুস, হৃদযন্ত্র,  রক্তনালী সহ দৃষ্টিশক্তিতেও
highlightKey Highlights

আর্থ্রাইটিস সাধারণত দু'প্রকার। অস্টিয়ো আর্থ্রাইটিস এবং রিউমাটইয়েড আর্থ্রাইটিস।


আর্থ্রাইটিসের সমস্যায় এখন আক্রান্ত ছোট থেকে বড় সকলে। আর্থ্রাইটিস সাধারণত দু'প্রকার। অস্টিয়ো আর্থ্রাইটিস এবং রিউমাটইয়েড আর্থ্রাইটিস। এর মধ্যে অস্টিয়ো আর্থ্রাইটিসে আক্রান্ত হলে মূলত অস্থিসন্ধিতে ব্যথা যন্ত্রণার মতো সমস্যা দেখা যায়। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ঠিক তেমনটা নয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় ফুসফুস, হৃদযন্ত্রে বা রক্তনালীতে এমনকি দৃষ্টিশক্তিতেও। চিকিৎসকদের মতে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা বেড়ে গেলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে চোখের। এমনকি ঠিক সময়ে চিকিৎসা না হলে হারাতে পারেন দৃষ্টিশক্তিও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File